শিক্ষার প্রয়োজনীয়তা ও সুনাগরিক গড়ার প্রত্যয়ে পিছিয়ে পড়া ছায়া সুনিবির শ্যামলীময় ঘেরা আমার গুঠিয়ায় যখন দেখলাম উচ্চ শিক্ষা বিস্তারের কোন প্রতিষ্ঠান নাই। উচ্চ শিক্ষা নিতে কেউ নদী পেড়িয়ে উজিরপুর কিংবা দূরের পথ চাখার কিংবা বানারীপাড়ায় যেতে হতো। যার জন্য এলাকার অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশুনা থেমে যায়। সেই সময় আমার মনের সুপ্ত বাসনায় ১৯৯৮ সালে উজিরপুর থানা সদর থেকে সন্ধ্যা ও দোয়ারিকা নদী বেষ্ঠিত এই এলাকায় অনেক প্রতিবন্ধকতা ও প্রতিকুলতা উপেক্ষা করে সম্পূর্ন নিজের অর্থায়নে ও ইচ