একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি আলোকবর্তিকার মতো। শিক্ষার আলো বিতরণ করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান একটি জনপদকে আলোকিত করে তোলে। শিক্ষা হচ্ছে জাতির মস্তিস্ক। মস্তিস্ক ছাড়া দেহ যেমন অর্থহীন, শিক্ষা ছাড়া জাতি হয়ে পরে মেধাহীন। ১৯৯৮ সালের ৯ জানুয়ারী অত্র এলাকার জনপদে আলোকিত করার লক্ষ্যে উজিরপুরের কৃতি সন্তান, বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর এস.সরফুদ্দিন আহমেদ সান্টু এ কলেজটি প্রতিষ্ঠা করেন। সুদৃশ্য ও সুরভিত এ কলেজটি সম্পূর্ণরুপে রাজনীতিমুক্ত। কঠোর নিয়মানুবর্তিতা, অনুশীলন, সততা ও পরিমার্জিত জীবনবোধ জাগিয়ে তুলে আলোকিত সার্থক মানুষ তৈরি করা প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। শুরু থেকেই কলেজটির সুদক্ষ গভণিং বডি ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠার সুকৌশলী পাঠদান, সুষ্ঠ জ্ঞান চর্চার পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য কলেজটিতে প্রতি বছরই ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে কাংঙ্খিত ফলাফল অর্জন করে আসছে। যে কারনে এ প্রতিষ্ঠানটি আজ স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত।
আমরা আশা করি অতীতের মতো সম্মানিত অভিভাবকমন্ডলী তাদের পরামর্শ ও সহযোগীতা দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সচেষ্ঠ থাকবেন। যে সকল শিক্ষার্থী সৎ, নিষ্ঠাবান আচরনে মর্জিত ও ভদ্র এবং কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ তাদের জন্য এই প্রতিষ্ঠানের দ্বার সবসময়ই উন্মুক্ত থাকবে। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
ইডিথ মনিদীপা সরকার
সভাপতি
পরিচালনা পরিষদ
গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ।