প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ,
গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ বৃহত্তর দক্ষিন বাংলার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্র্রতিষ্ঠান। শিক্ষা বিস্তারে এ কলেজের ভূমিকা ইতোমধ্যে সর্বজনবিদিত। বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর এস.সরফুদ্দিন আহমেদ সান্টু মহান আদর্শ ও উদ্দেশ্য নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেন।
গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের জন্মলগ্ন থেকে আজ অবধি বিভিন্ন শিক্ষা কার্যক্রমসহ বোর্ডের আশানারুপ ফলাফলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠান তার সম্মান অক্ষুন্ন রাখার চেষ্টা চালাচ্ছে। এমনকি ২০০৬ ও ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের মধ্যে ২য় স্থান অধিকার সহ প্রতি বছর বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে কলেজটি সকলের গ্রহনযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। আর এ সকল অর্জনের মূলে রয়েছে একটি সুষ্ঠ পরিকল্পিত “টিম ওয়ার্ক”। এ “টিম ওয়ার্ক” করতে কলেজের কর্মচারী থেকে শুরু করে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পরিষদ ও সম্মানিত অভিভাবকমন্ডলীর একান্ত প্রচেষ্টা অব্যহত রয়েছে। আজ যে শিক্ষার্থীরা কলেজ চত্বরে এসে দাড়িয়েছে অদূর ভবিষ্যতে সে-ই হবে জাতির কান্ডারী। আর এদের জ্ঞান, প্রজ্ঞা ও প্রকৃত মূল্যবোধ সমন্বিত আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পরিচালক হলেন শিক্ষক-শিক্ষিকাগণ। প্রতিটি শিক্ষার্থীর মাঝে মানবিক সুকোমল বৃত্তিগুলো ফুটিয়ে তুলতে তারা আত্ম নিবেদিত। কারন শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। বর্তমান দ্রুত পরিবর্তনশীল আর্থ-সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের উপর্যুক্ত মেধা বিকাশে আমরা বদ্ধ পরিকর। প্রসপেক্টাসে যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে। তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষা কার্যক্রমের জন্য একান্ত প্রয়োজন।
“শিক্ষা-শান্তি-ঐক্য-প্রগতি” শ্লোগানকে সামনে রেখে দেশের জন্য দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে মানসম্মত শিক্ষা প্রসারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ প্রচেষ্ঠায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সকলেরই আন্তরিক সহযোগীতা কামনা করছি।
এস.এম তাইজুল ইসলাম
অধ্যক্ষ
গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ
উজিরপুর,বরিশাল।